research

রাবিতে শহীদ এএইচএম কামারুজ্জামান হল নির্মাণ উদ্বোধন

Jan 03, 2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ জানুয়ারি ২০২২:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শহীদ এএইচএম কামারুজ্জামান হল নির্মাণ কাজ আজ রবিবার শুরু হয়েছে। এদিন বিকেলে ক্যাম্পাসের মাদার বখ্শ হল সংলগ্ন এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ১০তলা বিশিষ্ট এই হলের নির্মাণ কাজ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান (লিটন)। এসময় সেখানে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদ।

 
প্রায় ৭০ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ এই হলে ৯৬৪ জন শিক্ষার্থীর আবাসন সুবিধা দেয়া যাবে। এই ভবন নির্মাণ ২০২৩ সালের মধ্যে শেষ হবে বলে নির্ধারিত আছে।

প্রশাসক

জনসংযোগ দপ্তর

  • Share: