research

প্রফেসর হাসান আজিজুল হকের দাফন সম্পন্ন

Nov 16, 2021

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ নভেম্বর ২০২১:
একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রখ্যাত কথাসাহিত্যিক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর হাসান আজিজুল হকের দাফন আজ মঙ্গলবার সম্পন্ন হয়। এদিন বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পশ্চিম চত্বরে তাঁকে দাফন করা হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, রাবির প্রাক্তন উপাচার্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ অন্যান্যরা অংশ নেন। কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদ নামাজে জানাযায় ইমামতি করেন।

 
এর আগে বেলা ১২টায় মরহুম প্রফেসর হাসান আজিজুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে রাজশাহীর জেলা প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষে প্যানেল মেয়র-১, পবা-মোহনপুর আসনের মাননীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাবির প্রাক্তন উপাচার্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, রাবির বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও ইনস্টিটিউট, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
মোঃ নূরুল ইসলাম ঠান্ডু
আহ্বায়ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন( RUCAA)
 

  • Share: