##অভিনন্দন।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মানিত পদের দায়িত্ব পেলেন প্রাণিবিদ্যা বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক (Department of Zoology) আনন্দ কুমার। আমরা রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল এলামনাই এসোসিয়েশন (RUCAA) এর পক্ষ হতে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাঁর নিজ ও তাঁর পরিবারবর্গের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আশা রাখি তিনি তাঁর সঠিক দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মন জয় করতে সক্ষম হবেন এবং বিশ্ববিদ্যালয়ের সত্যিকার শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পিছ পা হবেন না। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৃহত্তর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সুনাম অর্জন ধরে রাখতে এবং দেশের সর্বত্র ও বর্হিবিশ্বে এই Message ছড়িয়ে দিতে সক্ষম ও সফল হবেন বলে আমাদের এসোসিয়েশনের বিশ্বাস। মোঃ নূরুল ইসলাম ঠান্ডু সভাপতি, RUCAA এবং মোঃ আইয়ুব আলী খান মহাসচিব, RUCAA